• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কালীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে আলোচনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০২৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দুপুরে ভাদাত্তর্ী গ্রামে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন। ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী হারুণ—অর—রশিদ টিপু, রেজাউর রহমান আশরাফী খোকন,সোহাগ খন্দকার, আমির খন্দকার, আক্রাম হোসেন, মহিলা নেত্রী আমিরুন্নেসা, শ্রমিক লীগ নেতা বেলায়েত হোসেন, ছাত্রলীগ নেতা তানভীর মোল্লা, আলী—আল—রাফু অমিত প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ভাদাত্তর্ী বাইতুল মামুর জামে মসজিদের ইমাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads